করোনায় নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়রের মৃত্যু

 

শেরপুর জেলা প্রতিনিধি

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল হালিম উকিল (৬৩)।

গতকাল ৫ জুন (রোববার) মধ্যরাতে তিনি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৫ জুন আবদুল হালিম উকিলের করোনা শনাক্ত হয়। তার পর থেকেই তিনি ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে নিয়ে এ পর্যন্ত শেরপুরে করোনায় চারজনের মৃত্যু হলো।

আবদুল হালিম উকিল কৈশোরেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদে দুবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া নালিতাবাড়ী পৌরসভার প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন।

পরে পুনরায় তিনি মেয়র নির্বাচিত হন। এ ছাড়া নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন এই বর্ষীয়ান নেতা।

আবদুল হালিমের মৃত্যুতে সাবেক কৃষিমন্ত্রী ও নকলা-নালিতাবাড়ীর সংসদ সদস্য মতিয়া চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা শোক প্রকাশ করেছেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক আবদুল হালিম উকিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।