সাধারণ বন্ধু আর রাজনৈতিক বন্ধু : জেনে নিন এ দু’ধরনের বন্ধুর বৈশিষ্ট্য

লিখেছেন: মোঃ মহসিন, শিক্ষার্থী . পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আমাদের সমাজে আমরা দুই ধরনের বন্ধু পেয়ে থাকি। সাধারণ বন্ধু আর রাজনৈতিক বন্ধু, তবে দুজনেই আমার খুব প্রিয়।
আসুন জেনে নেই, এ দুই ধরনের বন্ধুদের বৈশিষ্ট্য সম্পর্কে :

সাধারণ বন্ধু যখন ক্লাস টাইমে ১ম সারিতে বসে নোট করা নিয়ে খুব ব্যাস্ত পিছনে ফিরাবার সময় কই। তখন রাজনৈতিক বন্ধু ক্লাস টাইমে দিয়েছিতো রক্ত আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় বলে মিছিল নিয়ে ব্যস্ত।

সাধারণ বন্ধু: স্যারের চোখে আমি ছাড়া অন্য কারো ভালো হবার সুযোগ কি কেউ পাবে,
রাজনৈতিক বন্ধু: স্যারের কোন একটা সমস্যা সমাধানে ছোট একটা ভুমিকা তো নিতে হবে।

সাধারণ বন্ধু: ক্লাস শেষ করে বন্ধু, বান্ধবিদের নিয়ে দুপুরে বিরানি খেতেই ভালো লাগে আমার।

রাজনৈতিক বন্ধু: মিছিল শেষে ছোট ভাইকে খাবার টাকা দিয়ে না খেয়ে সিগারেট নিয়ে রুমে চলে যাওয়া স্বাভাব আমার।

সাধারণ বন্ধু: অবসর সময় ঘুমিয়ে থাকা অথবা টিউশন ছাড়া আর কি আছে?

রাজনৈতিক বন্ধু: সময় টা কোন বড় ভাই অথবা নেতারা পিছনে দাঁড়িয়ে থেকে পা ফুলিয়ে ফেলছি।

সাধারণ বন্ধু: রাতে যখন রুমের এক কোনে পড়তে বসাটাই আমার রুটিন ।

রাজনৈতিক বন্ধু: তখন সে খোঁজ খবর নিতে সবার রুমে, রুমে ঘুরে বেরানোর কাজটাই বেশ কঠিন।

সাধারণ বন্ধু: পরীক্ষার সময় আমি যখন খাবার সময় পাইনা।

রাজনৈতিক বন্ধু: তখন সে হলের অসুস্থ হওয়া অথবা মারামারীর করা ছোটো ভাইদের নিয়ে ব্যাস্থ সময় কাটায়ি পড়ার সময় দেখিনা।

সাধারণ বন্ধু: যখন ভালোবাসার মানুষের হাতটা ধরে হেটে চলে সুখের পৃথিবী দেখি।

রাজনৈতিক বন্ধু: সে তখন বন্ধুদের নিয়ে একটা সিগারেট ভাগ করে খাওয়ায় ব্যস্ত থাকি।

সাধারণ বন্ধু: আমার সামনে কোন একটা বিপদ এসে দাড়ালে পাশে রাজনৈতিক বন্ধুটি দাঁড়িয়ে থাকে।

রাজনৈতিক বন্ধু: যখন বিপদে পরে তখন সে হয়ে ওঠে অবহেলার পাত্র কাউকে পায়না তার আশেপাশে।

লিখেছেন: মোঃ মহসিন, শিক্ষার্থী . পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।