অপ্রকাশিত ভালোবাসা : ক্ষুদীরাম দাস

ক্ষুদীরাম দাস :

১.
ঃ প্লিজ! আমাকে বিরক্ত করবেন না
আপনি এখন চলে যান, যান তো
আমি ফুল পছন্দ করি না।
আপনি চলে যান, আমাকে একা থাকতে দিন।
ঃ আপা, ফুলটা নিন। হয়তো প্রয়োজন হবে,
সকাল থেকে কেউ ফুল কিনেনি আমার থেকে
বাড়িতে আমার মেয়েটা না খেয়ে আছে,
আপনি ফুলটা নিলে, আমার মেয়েটা—-
ঃ আপনি এক্ষুণি চলে যান—

২.
ইস! যদি একটি গোলাপ কিনতাম
তাহলে আমার হৃদয়ের জেগে ওঠা
ভালোবাসা প্রকাশ করতাম এক্ষুণি
ঐ ফুল বিক্রেতা যে কোথায় গেলো–
ইস! ভালোবাসা প্রকাশ করা হলো না।

৩. আপা, মাফ করবেন-
সব ফুল বিক্রি হয়ে গেছে,
আর কোনো ফুল নেই,
আপনি কাঁদছেন কেন?