চাঁদপুরে দু’দফা রিপোর্টে ১৫ জনের দেহে করোনা শনাক্ত

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে দুই দফা প্রাপ্ত রিপোর্টে ১৫জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৫১জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৬৬জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৬জন, ফরিদগঞ্জে ১জন, হাইমচরে ১জন, মতলব উত্তরে ৪জন, হাজীগঞ্জে ৩জন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সপ্তাহের প্রথম দিন শনিবার দুপুর ও বিকেলে ৭৬টি রিপোর্ট আসে । এর মধ্যে ১৫টি পজেটিভ। ৬১টি নেগেটিভ।

জেলায় ১২৫১জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৪৮৮জন, মতলব দক্ষিণে ১৪৭জন, শাহরাস্তিতে ১২৮জন, হাজীগঞ্জে ১১৯জন, ফরিদগঞ্জে ১৪৭জন, হাইমচরে ৯১জন, কচুয়ায় ৫১জন এবং মতলব উত্তরে ৮১জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৫জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৫জন , মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।