চাঁদপুরের কৃতী সন্তান হাবিব খান ইসমাইলকে ফ্রান্সে গণসংবর্ধনা

 

স্টাফ রিপোটার :

চাঁদপুরের কচুয়া উপজেলার কৃতি সন্তান , জাতীয় পাটি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইল কে জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত করায় ফ্রান্সস্থ কচুয়া বাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়।

ফ্রান্স বাঙালী কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী, কচুয়ার কৃতি সন্তান শাহীন আরমান চৌধুরীর সভাপতিত্বে ও ফ্রান্স জাতীয় পাটির যুগ্ন সাধারণ সম্পাদক দাউদ খানের পরিচলনায় উক্ত গন সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স ইউথ ক্লাবের সাধারন সম্পাদক টি এম রেজা ।বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ফ্রান্স জাতীয় পাটি সভাপতি একে এম আলমগীর

এছাড়া আরও উপস্থিত চাঁদপুরের কৃতি সন্তান,,ফ্রান্স কমিউনিটির পরিচালক আশিকউল্লা আশিক, ফ্রান্সস্হ সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক কচুয়ার কৃতি সন্তান আনায়োর হোসেন, ফ্রান্স জাতীয় পাটি সহ সভাপতি, কচুয়া জনকল্যাণ সমিতির উপদেষ্টা খান বাবুল ইসলাম বাহার,কচুয়া জনকল্যাণ সমিতির উপদেষ্টা কামাল মজুমদার, ফ্রান্স জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রঞ্জু, ফ্রান্স জাতীয় যুব সংহতির আহবায়ক শাহিনুর রেজা চৌধুরী । শাহআলম মাহির ও সাইদুর রহমানের পরিচালনায় উক্ত গনসংবধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফ্রান্স জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জনকল্যাণ সমিতির সভাপতি দাউদ খান।

উক্ত গণসংধনা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ জাতীয় পাটির রাজনীতিতে জনাব হাবিব খান ইসমাইলের মতো তরুণ ও উদয়মান নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য করায় জাতীয় পাটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের এমপি ও মহাসচিব সাবেক মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি কে অভিনন্দন জানান। পাশাপাশি তরুণ নেতা হাবিব খান ইসমাইলের নেতৃত্বে আগামীতে চাঁদপুর তথা কচুয়ায় জাতীয় পাটি আরো শক্তিশালী হবে এ প্রত্যাশা করে তাঁর রাজনৌতিক জীবন আরো বনাঢ্য ও দীর্ঘায়ু কামনা করে অতিথি বৃন্দ বক্তব্য রাখেন।

উক্ত সংবধনা অনুষ্ঠানে সংবধিত অতিথির বক্তব্যে হাবিব খান ইসমাইল বলেন, আমাকে জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটিতে স্হান দেওয়ায় আমি একা সন্মানিত হইনি, কচুয়া বাসী তথা চাঁদপুরবাসীও সন্মানিত হয়েছে। তিনি আগামীতে দেশের জনগণের স্বাথ পল্লীবন্দ্বু এরশাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সবোপরি বৈশ্বিক মহামারী করোনা থেকে সারা বিশ্বকে রক্ষায় মহান সৃষ্টিকতার নিকট দোয়া চান। আগামী ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি এরশাদের ১ম মৃত্যু বাষিকী উপলক্ষে সকলের নিকট তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া চান।