শেরপুরের নকলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মো. জাকারিয়া খান জাহিদ, শেরপুর জেলা প্রতিনিধি :

মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ (২১ জুলাই থেকে ২৭ জুলাই) এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে (২১ জুলাই) মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের ৩০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুলতানা লায়লা তাসনীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদসহ বিভিন্ন এলাকার মৎস্যচাষীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।