দোহারে মাস্ক না পরায় জরিমানা

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকার দোহারে চলমান করোনা ভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধে দেশের সর্বস্তরের মানুষকে সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে সরকার গত ২১ জুলাই বিশেষ নির্দেশনা জারি করলেও বেশিরভাগ মানুষ তা মেনে চলছে না। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাস্ক ব্যবহার আরও কমেছে। অথচ দেশে করোনার সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী রয়েছে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মানাতে সরকার এবার মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নিয়েছে।

তার ই অংশ হিসেবে আজ ১৭ আগষ্ট রোজ সোমবার দুপুরে জয়পাড়া বাজারের কিছু অংশে মোবাইল কোট পরিচালনা করা হয়।

আজ সোমবার দোহার উপজেলায় স্বাস্থ্য বিধি মানাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় জনসাধারণের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং আজ ১৮ জনকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৫৯০০/- পাচ হাজার নয়শত টাকা জরিমানা করেন সহকারি কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশ ফোর্স।

প্রকাশিত : ১৮ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ০৩ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ জ্বিলহজ্ব ১৪৪১ হিজরি, মঙ্গলবার