ফরিদপুরের আলোচিত বরকত-রুবেলের ভাই জুয়েল গ্রেফতার

ফরিদপুরে আলোচিত বরকত-রুবেলের ভাই জুয়েল মণ্ডলকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পুলিশের একটি দল বোয়ালমারী পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

জুয়েল মণ্ডল ফরিদপুর শহরের বদরপুর এলাকার মৃত সালাম মণ্ডলের ছেলে। তিনি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-সহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত। জুয়েল মণ্ডলের ভাই সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। অপর ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি।

গেল ৭ জুন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় করা মামলার আসামি হিসেবে বরকত ও রুবেলকে গ্রেফতার করে পুলিশ। ২ হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে তাদের। বর্তমানে রয়েছেন কাশিমপুর কারাগারে।

জুয়েল মণ্ডলের গ্রেফতারের খবর নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির বাসায় হামলার মামলায় জুয়েল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

 

প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ০৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ জ্বিলহজ্ব ১৪৪১ হিজরি, বুধবার