পর্যটন বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসনের ভার্চুয়াল সভা

 

মোঃ নিয়াজ
ফরিদপুর প্রতিনিধি :

পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ এবং বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ বিষয়ে ফরিদপুর জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

বেলা ৩ টায় নির্ধারিত জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এমপি। কেন্দ্রীয় পর্যায়ে সিনিয়র সচিব মো: মহিবুল হকসহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারসহ মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুর রশিদ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কেএম. ফারুক হোসেন। এতে ফরিদপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রায় একশজন ব্যক্তি অংশ গ্রহণ করেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২২ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার