কষ্টকেও বরণ করতে হয়

কথিকা : ক্ষুদীরাম দাস

আমরা কেউ কষ্ট পেতে চাই না। কিন্তু আমাদের জীবনে চলে আসে হঠাৎ করেই। আর এই কষ্ট আমরা না চাইলেও জীবনে হানা দেয়। আর আমাদের জীবনকে তছনছ করে দেয়। যাতনার জ্বালা সইতে সইতে আমরা হারিয়ে যাই ভিন্ন জগতে, যেখানে আমাদের মানসিকতা আর পরিবর্তন হতে চায় না।

তবে এটা সত্য যে, যে কেনো কষ্টই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদের মানসিকতার পরিবর্তন করতে পারে। আর যারা কষ্ট পায় তারা সত্যিই শক্তিশালী হয়ে উঠে।

তাই বলে জীবনে কষ্টে ভরপুর হতে হবে সে কথা বলা উচিত নয়; কেননা আমরা কেউ কষ্টকে স্বাগত জানাই না। আমরা সকলেই ভালো থাকতে চাই, ভালো থাকা আমাদের কামনা। তবে কষ্টকর অভিজ্ঞতা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর সেটা হতে পারে সুন্দর, সুশৃঙ্খল ও সুরক্ষিত জীবন!

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০১ অক্টোবর ২০২০ খ্রি. ১৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার