শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক :

নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৩টা থেকে আকস্মিক ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি’র এজিএম মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই শুধু দিনের বেলা ৪-৫ টি ফেরি চলাচল করছিল এ নৌরুটে। আজ সকাল থেকে ৫টি ছোট ফেরি চলছিল শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬ টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চ্যানেলের পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, গত ৩৯ দিনে সীমিত আকারে ছোট ফেরি চলেছে মাত্র ২২ দিন, তাও শুধু দিনের বেলায়। ৪৫ দিন ধরে রাতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১২ অক্টোবর ২০২০ খ্রি. ২৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৪ সফর ১৪৪২ হিজরি, সোমবার