কালুখালীতে ইলিশ রক্ষা অভিযানের ৯ম দিনে ৮ জেলের কারাদণ্ড

মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর কঠোর অবস্থানে

শাকিল আদনান, রাজবাড়ী প্রতিনিধি ::
রাজবাড়ীর কালুখালীতে মা ইলিশ রক্ষা অভিযানের ৯ম দিনে ৮ জেলের কারাদন্ড, ২০ হাজার মিটার কারেন্ট জাল, ২টি মাছ ধরা নৌকা ও ৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার সকালে আটককৃতদের কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় হাজির করে ৮জন জেলের মোবাইল কোর্টের মাধ্যমে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায় দুঃস্থদের বিতরণ করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী, থানা পুলিশের একটি টিম ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২২ অক্টোবর ২০২০ খ্রি. ০৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার