হযরত মুহাম্মদ (সা.)কে কটুক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ব্যঙ্গকারী, কটুক্তিকারী, ইসলামের অবমানকারীদের ধৃষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

২৬ অক্টোবর (সোমবার) সকাল ১১ টায় বোদা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন ছাত্র ও নাগরিক সমাজ। ঘণ্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

এ সময় ব্যক্তারা বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সাধারণ জনগন সবাই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করছে। এদের মতো দুঃসাহস মানব ইতিহাসে আগে কেউ কখনো দেখায়নি। আল্লাহর রাসূলের অবমাননা করা হবে, আর মুসলিমরা চুপ করে থাকবে এটা কখনোই হতে পারেনা। ফ্রান্সের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিবাদী হতে হবে।

মানববন্ধন শেষে বিক্ষোভ কারীরা ফ্রান্সের জাতিয় পতাকা ও বিভিন্ন পণ্যে আগুন ধরিয়ে দেয়।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২৬ অক্টোবর ২০২০ খ্রি. ১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার