ইলিশ মাছ সংরক্ষণের ১৭ তম দিনে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকার দোহারের পদ্মা নদীতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যেন মাছ শিকার না করতে পারে সেই লক্ষ্যে নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে।

৩০ অক্টোবর শুক্রবার অভিযানের ১৭ তম দিনে দোহার উপজেলায় পদ্মানদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।

জ্যোতি বিকাশ চন্দ্র ২ জনকে দশ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন ইলিশ মাছ সংরক্ষণে আমাদের অভিযান চলছে এবং চলবে।

এ সময় জব্দকৃত এক লক্ষ বিশ হাজার মিটার কারেন্টজাল ধ্বংস করা হয়। দোহার থানা পুলিশ ফোর্স অভিযান সফল করার লক্ষ্যে সহযোগিতা করেছেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

৩১ অক্টোবর ২০২০ খ্রি. ১৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার