বিদেশি শিক্ষার্থী সংখ্যায় দেশ সেরা বশেমুরবিপ্রবি

মেহেদী হাসান রাসেল,স্টাফ করেসপন্ডেন্ট:  দেশের ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেলেও হ্রাস পায়নি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বরং দেশের প্রথম সারির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বায়িত্বশাসিত সকল বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় শীর্ষে এখন বশেমুরবিপ্রবি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) ৪৬ তম বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

৪৬ তম বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৮০৪ জন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৪৮২ জন। ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকা সত্বেও বিদেশি শিক্ষার্থী কম থাকার কারণ হিসাবে অনেকে মনে করেন গবেষণার সুযোগ সুবিধা কম, বিদেশী শিক্ষার্থীদের জন্য উপর্যুক্ত থাকার পরিবেশ নেই, নেই স্কলারশিপ।

তবে এই সবকিছুকে উপেক্ষা করে বর্তমানে বিদেশি শিক্ষার্থী সংখ্যায় এগিয়ে বশেমুরবিপ্রবি। বর্তমানে বিদেশি ছাত্র সংখ্যা ২২১। এর পরেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের ছাত্র সংখ্যা ১৬৬।