কুমিল্লায় ২০ হাজার পিচ ইয়াবাসহ আটক ৩

কুমিল্লায় ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ছয় বোতল হুইস্কিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১।

রোববার (২ মে) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১, কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটকরা হলেন, জেলার বুড়িচং উপজেলার পিতাম্বর গ্রামের মৃত আব্দুল হাশেমের ছেলে মো. মাহাবুবুল মিয়া (২৫), কক্সবাজার জেলার টেকনাফের ডেইলি পাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান (৪৩), কক্সবাজার সদর উপজেলার ঈদগা আউলিয়াবাদ গ্রামের কালা মিয়ার ছেলে মো. শাহ আলম (৫৫)।

র‍্যাব-১১, কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‍্যাবের একটি দল বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম বাজার এলাকা থেকে মাহাবুবুল মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চার হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

একই দিনে অপর একটি অভিযানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্বোরোড এলাকা থেকে আব্দুর রহমান ও শাহ আলমকে আটক করা হয়।

একই দিনে অপর একটি অভিযানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্বোরোড এলাকা থেকে আব্দুর রহমান ও শাহ আলমকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ছয় বোতল হুইস্কি ও মাদকদ্রব্য বেচাকেনার কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।