পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচার অভিযান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচার অভিযানে নেমেছেন।

২৪ জুন (বৃহস্পতিবার) সকালে তিনি পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে নিজ হাতে মাস্ক বিতরণ করেন এবং জনগণকে সচেতন করতে প্রচারণা চালান।

এসময় পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট , সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনসহ সহকারী কমিশনার (ভূমি), ভাইস-চেয়ারম্যান, অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

“মাস্ক পড়ুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। অযথা বাইরে ঘোরাফেরা করবেন না।” জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চগড় জেলার ৫টি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে মাইকিং এর মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্ক বিতরণ করা হয় এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয় একই সাথে।