বোদায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালন করেছে বোদা পৌর আওয়ামীলীগ।

২৩ জুন (বুধবার) সন্ধ্যায় পৌর আওয়ামীলীগ সভাপতি আবু ইউনুস মোঃ ইমতিয়াজ হোসেন মির্জার সভাপতিত্বে পৌর আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বোদা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড: মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, পৌর আওয়ামীলীগ সা: সম্পাদক আফছারুল ইসলামসহ আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কার্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : শ্বেতী বা ধবল রোগ : কারণ ও প্রতিকার

আলোচনায় বক্তারা বলেন, ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে জন্ম হয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই দলটির। টানা তিন মেয়াদে রাষ্ট্রক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। দলটি জাতি গঠনের প্রতিটি সোপানে-স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

শুরুতে আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে প্রসার ঘটে আওয়ামী লীগের। প্রতিষ্ঠার শুরুতে দলটির নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হক।

আরো পড়ুন : যৌন সমস্যা ও যৌন অক্ষমতার কারণ ও প্রতিকার

জন্ম নেওয়ার দুই দশক পরই আওয়ামী লীগের বড় অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন। তাইতো ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বাংলাদেশ’- এই তিনটি নাম ইতিহাসে একই সূত্রে গাঁথা।