দোহারে টাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি : :

ঢাকার দোহারে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ( নিয়ন্ত্রণ) আইন ২০০৫ বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।

তিনি আরো বলেন পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করলে তিনশত টাকা জরিমানা এবং ধূমপানের বিষয়ে কোন উৎসাহিত মূলক প্রচার প্রচারনা করলে তাকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

আপনারা নিজেরা তামাকজাত দ্রব্য ব্যবহার করবেন না। অপর কে ও এই দ্রব্য যেন না গ্রহণ করে সে ব্যপারে নিরুৎসাহিত করবেন।

২৭ জুন রবিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এই কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সহকারি কমিশনার ( ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ কর্মপ্লেক্স কর্মকর্তা ডাঃ মোঃ জসীম উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার রাহিমা বেগম, দোহার প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সানি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জুবায়ের আহমেদ,সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ।