পঞ্চগড়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিন ঘণ্টায় ফিরে পেলো হারানো টিভি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে সিসি ক্যামেরার সুফল পাচ্ছেন পঞ্চগড়বাসী। পুরো শহরকে সিসি টিভির আওতায় নিয়ে আসেন পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী।

ঠাকুরগাঁও কালীবাড়ির আনিসুল ইসলাম হেলাল পঞ্চগড় মৌচাক হোটেলের সামনে ভুলে ২৪” টিভি একটি অটোতে রেখে চলে যায়। অটো চালক বিপুল ইসলাম টিভিটি নিয়ে বাড়ী চলে যায়। হেলাল থানায় অভিযোগ করলে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে পুলিশ। সিসি ক্যামেরার সহায়তায় সদর ইউনিয়নের মাহানপাড়া গ্রামের অটো চালক বিপুল ইসলামের বাড়ী থেকে তিন ঘণ্টায় টিভিটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পরে পঞ্চগড় থানায় টিভির মালিক হেলালের হাতে টিভিটি তুলে দেন পঞ্চগড় সদর থানার দায়ীত্বরত এস আই মোঃ কাইয়ুম আলী ও এস আই হ্যামলেট।