পঞ্চগড়ের বোদায় ১০০ জনকে খাদ্য সহায়তা প্রদান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় প্রশাসনের কড়া নজরদারিতে কঠোর লকডাইন অব্যাহত রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে অস্বচ্ছলদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

৭ জুলাই (বুধবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী লকডাউন বাস্তবায়নসহ অস্বচ্ছল ১০০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি চাল, আলু, তেল, লবন ও বিস্কুট প্রদান করেন।

এসময় বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান জিল্লু, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও লকডাইন বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শাহারিয়ার আলম বিশেষ ভূমিকা রাখছেন। লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে করতে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে জোর তৎপর রয়েছে।