হাজীগঞ্জের পশ্চিম বড়কুল ইউনিয়নের রাস্তাটি সংস্কার চায় এলাকাবাসী

মো. মজিবুর রহমান রনি :

দীর্ঘদিন ধরে রাস্তাবিহীন চলাচল করছে হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জাকনি গ্রামের বাসিন্দারা। দেবিপুর বাজার থেকে সিরাজুল হক এর বাড়ি পর্যন্ত জাকনি প্রাইমারী স্কুল হয়ে যাওয়া রাস্তাটি সংষ্কার করতে চায় এলাকাবাসী।

এই রাস্তাটি সংষ্কার করার জন্য এলাকাবাসী ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার হাজীগঞ্জ শাহরাস্তির সাংসদ মানুষের নেতা মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের কাছেও একটি ডিউ-লেটার পাঠিয়েছে।

ভুক্তভোগীরা জানান, এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ ও জাকনি প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা স্কুলে যাওয়া-আসা করে থাকে। রাস্তাটি সংষ্কার না করায় সাধারণ মানুষ আর জাকনি প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের চলাচলে পোহাতে হয় চরম দুর্ভোগ।

এ সড়কটি দিয়ে একটি ভোট কেন্দ্র রয়েছে। কিন্তু ওই ভোট কেন্দ্রে সমস্যার সৃষ্টি হলে প্রসাশনের বাহিনী আসতে বিলম্ব হয়। শত শত যাত্রী পথচারি ও অসহায় শিক্ষার্থীদের সুবিধার্থে তাই জরুরী রাস্তাটির সংস্কার চায় এলাকাবাসী।