প্রসূতীর করুণ মৃত্যু দেখে অক্সিজেন সেবা চালু করলেন নেতা

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ০৩ আগস্ট ২০২১
অক্সিজেনের অভাবে নিজগ্রামের এক প্রসূতীর শ্বাসকষ্টে করুন মৃত্যু দেখে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোঃ মুকুল হোসেন নামে এক আওয়ামীলীগ নেতা।

দেবীদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের সাবেক জি.এস মোঃ মুকুল হোসেন নিজ অর্থায়নে গুনাইঘর ইউনিয়নে করোনা আক্রান্ত সহ শ্বাসকষ্টের রোগীদের সেবায় ১০টি ‘অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেবা কার্যক্রম চালু করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার গুনাইঘর আলিম মাদ্রাসা মিলনায়তনে আন্ঠানিক ভাবে এই ‘অক্সিজেন সেবা’ প্রদান কাযর্যক্রমের উদ্বোধন করা হয়।

গুনাইঘর ইউনিয়ন আয়ামীলীগ সভাপতি জিএস মুকুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার সুজাত আলী সরকারি  কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু হানিফ, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিকাশ কুমার দেব এবং গুনাইঘর ইউনিয়ন আয়ামীলীগ এর সাধারন সম্পাদক ওবায়দুল হাসান রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা মোঃ আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন, মোঃ মোখলেসুর রহমান ভূঁইয়া, মোঃ কবির হোসেন, মোঃ শামিম আহমেদ, মোঃ গোলজার আমিন প্রমুখ।

বৈশ্বিক এ মহামারীতে মানবিক সেবায় প্রতিটি সচেতন নাগরিককে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহব্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার সুজাত আলী সরকারী সরকারী কলেজ’র সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু হানিফ।