ইলি বাড়ৈ’র কবিতা : পাথুরে চোখের দিন

আর আলাদা করা যাচ্ছে না,
মিশে যাচ্ছে ; জীবনের সময়গুলো।
মিশে যাচ্ছে তবুও, থেকে যায় স্বপ্নের হাতছানি।
বেঁচে থাকা আর
হারিয়ে যাওয়ার কতটা দূরত্ব
আমাদের পাগুলো আর
মনে করতে পারছে না।

সেই সব কাঁদা হাঁটা দিনগুলো
প্রাণের তাগিদে ছোটাছুটি;

কিংবা পাশাপাশি,
তুমি আমি কাছাকাছি
যে রেখা সমান্তরাল।
তারা আজ কোথায়?

কোথায় দোয়েল ডাকা ভোর?
কোথায় হারালো রোজ ভোর, রোজ সন্ধ্যা।

তারপর;
মেপে দেখা হয় না
সে সব মানুষের ঘরে ঢুকে
কেমন আছে, কী করছে
নেই কোনো সখ্যতার আদান-প্রদান;
কিংবা ভাব বিনিময়।

স্বপ্ন সত্য,
এ যেন এক ভোঁতা অনুভূতি
শুধুই পাথুরে চোখের দিন।