হাজীগঞ্জে আত্মহত্যার নাটক সাজিয়ে আত্মগোপন থাকা সেই রাশেদুজ্জামান ফিরে এসেছে

মো.মজিবুর রহমান রনি :

চাঁদপুরের হাজীগঞ্জে আত্মহত্যার নাটক সাজিয়ে আত্মগোপন থাকা সেই রাশেদুজ্জামান (২৫) নিজে নিজেই বাড়ি ফিরে এসেছে।রাশেদুজ্জামান ফিরে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত (২আগষ্ট) সন্ধ্যায় ফেসবুকে আত্মহত্যার আবেগঘন স্ট্যাটাস দিয়ে আত্মগোপন করে রাশেদুজ্জামান। রাশেদুজ্জামান তার ফেসবুকে কেন তিনি আত্মহত্যা করতে চান সে ব্যাপারে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তার আত্মহত্যার জন্য সেলিনা নামের এক নারী ও তার ভাই দায়ী থাকবে বলে উল্লেখ করেন।আত্মগোপনে থাকা রাশেদুজ্জামানের পরিবার সারারাত খোঁজাখুঁজি করে কোথায়ও না পেয়ে মঙ্গলবার (৩ আগষ্ট)
দুপুরে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী বেপারীবাড়ির মো. হুমায়ন আহমেদের ছেলে মো. রাশেদুজ্জামান হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।

রাশেদুজ্জামান তার ফেসবুকের স্ট্যাটাসটিতে উল্লেখ করেন-” মানুষ কেন সুন্দর জীবন থাকতে আত্মহত্যার পথ বেঁচে নেয়। আজ নিজ থেকে শিক্ষা নিলাম। আমরা হয়তো আত্মহত্যাকারীর বাহির দেখে বলি, সে আত্মহত্যা করল! কিন্তু ভিতরটা কেউ দেখে না।

রাশেদুজ্জামান তার স্ট্যাটাসের নিচের অংশে লেখেন- এই পৃথিবী আমার মতো নিঃস্বার্থ রাশেদের নয়। এই পৃথিবী তদের মতো মিথ্যাবাদী, প্রতারক, ঠকবাজদের জন্য। প্রতিটি মুহূর্তে নিজের কাছে নিজেকে ঘৃণিত মনে হচ্ছে, সবাই ভালো থাকুন। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার মৃত্যুর জন্য এই ছেলে (স্ট্যাটাসে একটি যুবকের ছবি দেওয়া আছে) এবং তার বোন সেলিনা দায়ী থাকবে।স্ট্যাটাসটি দীর্ঘ হওয়ায় পুরোটা তুলে ধরা সম্ভব হয়নি।

বিশ্বস্তসূত্রে জানা যায়,রাশেদুজ্জামান দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক বিয়ে করার জন্য এ ঘটনা ঘটায়।এতে প্রবাসীর স্ত্রীর সাথে তার বিরোধ সৃষ্টি হলে প্রবাসির স্ত্রী থানায় অভিযোগ করেন।এর পর প্রবাসির স্ত্রীকে শায়েস্তা করতে আত্মহত্যার স্ট্যাটাস দিয়ে নিজেই আত্মগোপনে চলে গিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) হারুনুর রশীদ বলেন, রাশেদুজ্জামানের বাবা ফোন করে আমাকে জানান রাশেদুজ্জামান ফিরে এসেছে।রাশেদুজ্জামান এখন অসুস্থ্যবোধ করায় বাসায় বিশ্রামে আছে।রাশেদুজ্জামানের পরিবারকে থানায় আসতে বলা হয়েছে।রাশেদুজ্জামান থানায় আসলেই বিস্তারিত জানা যাবে।