কুমিল্লার বাংগরার বারেশ্বরে ‘রক্তের গ্রুপ নির্ণয়’ কর্মসূচি

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ১৭ আগস্ট ২০২১

কুমিল্লার মুরাদনগর উপজেলা বাংগরাবাজার থানাধীন বারেশ্বর গ্রামে অনুষ্ঠিত হয়েছে রক্তের গ্রুপ নির্ণয়’ কর্মসূচি।

উপজেলার আন্দিকুট ইউনিয়নের বারেশ্বর গ্রামের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে “ব্লাড ব্যাংক অফ আন্দিকুট ইউনিয়ন”।

১৫ই আগস্ট রোববার সকাল ১১টায় বারেশ্বর গ্রামে সংগঠনের ‘প্রতিষ্ঠাতা-পরিচালক’ রায়হান আফ্রিদির বাড়িতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, বারেশ্বর গ্রামের গনমান্য ব্যক্তি বর্গ ও ব্লাড ব্যাংক অফ আন্দিকুট ইউনিয়ন এর স্বেচ্ছাসেবীসহ কুমিল্লা জেলার বৃহত্তর তিন তিনটি রক্তদান সংগঠনের রক্তযোদ্দারা।

সংগঠনের ‘প্রচার-সম্পাদক’ মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এত আগে গত ২৩শে জুন ইউনিয়নের জাঙ্গাল গ্রামে একই অনুষ্ঠান আয়োজন করে জাঙ্গাল গ্রামের স্বেচ্ছাসেবীরা। এরই ধারাবাহিকতা বজায় রেখে ইউনিয়নের প্রতিটি গ্রামেই বিনামূল্যে ‘রক্তের গ্রুপ নির্ণয়’ কর্মসূচী প্রনয়ণ করবে সংগঠনটি।