চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় স্থাপনের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বৃহস্পতিবার (২৬ আগষ্ট) দুপুর ২ টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. নাছিম আখতার, জেলা পানি উন্নায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি এস এম রেফাত জামিল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান সহ আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় প্রতিমন্ত্রী সংস্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিশ্ববিদ্যালয় স্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে বিভিন্ন উপদেশ দেন।