কালিহাতীতে ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাবু

মেহেদী হাসান রাসেল, স্টাফ করেপন্ডেন্ট :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের মুন্সিপাড়া গ্রামের প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মিনহাজ উদ্দিন বাবু।

মিনহাজ মুন্সিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি গত পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।

মিনহাজের পরিবারের লোকজন জানায়, গত নির্বাচনে প্রার্থী হওয়ায় স্থানীয় নিয়ত আলীর ছেলে শেখ ফরিদ চার লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় তাকে নির্বাচনে বিজয়ের আশায় তাকে দুই লাখ টাকা দেয়। কিন্তু তিনি নির্বাচনে পরাজিত হলে ওই টাকা ফেরত চাওয়ায় বাবু বিভিন্নভাবে হুমকি দেয়।

এ ব্যাপারে বাবু কালিহাতী থানায় ফরিদের নামে একটি সাধারণ ডায়েরি করে।

এতে ক্ষিপ্ত হয়ে ২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কানাই দাস কে দিয়ে মোবাইল ফোনে কালিহাতী উপজেলার ঘুনি এলাকার গ্রামীন ফোন টাওয়ার এর চারতলা ভবনের ছাদে ডেকে নিয়ে ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাতœক জখম।

এতে গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে কালিহাতীতে এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুত্বর আহত অবস্থায় বাবু বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনার বিষয়ে আমি অবগত আছি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।