চাঁদপুরে মাগরিবের নামাজ পড়া অবস্থায় মুসল্লির মৃত্যু

হাজীগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে নামাজরত অবস্থায় জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়া অবস্থায় পৌর এলাকার টোড়াগড় কাজীবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হোসেন হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধ্যর্বপুর (উ.) ইউনিয়নের মালীগাঁও গ্রামের মিজান স্যারের বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, আগে এমন ঘটনা শুনেছি, আজ বাস্তবে দেখতে পেলাম। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন।

প্রত্যক্ষদর্শী শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, আমি তার পাশেই মাগরিবের নামাজ পড়ছিলাম। দুই রাকাত শেষ হতেই জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়েন। নামাজ শেষে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালীগাঁও গ্রামের ইউপি সদস্য মাহবুব আলম বাচ্চু যুগান্তরকে জানান, আমি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে হাজীগঞ্জ বাজারে আসরের নামাজ পড়ি। পরে জানলাম বাড়ি ফেরার পথে হাজীগঞ্জের টোরাগড় কাজীবাড়ি মসজিদের পাশে সিএনজি থামিয়ে মাগরিবের নামাজ পড়তে গিয়ে নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তার সহকর্মী শুকুর আলম জানান, স্টেশন থেকে ছেড়ে গাড়ি থামিয়ে নামাজ আদায় করতে গিয়ে জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়েছে। তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা