শেরপুরের ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানের শীত বস্তু বিতরণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্ত বর্তী উপজেলা ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতি ( আসঝি) এর সহায়তায় পাহাড়ি এলাকায় কয়েক দিন ব্যাপি রাতের অন্ধকারে গরিব, অসহায় ও পথিকদের মাঝে শীত বস্তু বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।
এসময় স্বেচ্ছাসেবক ও বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক সদস্য মোঃ হারুন অর রসিদ জানান, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই আমাদের পূর্বঘোষিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। যারা এই মানবিক কাজকে সফল করতে অবদান রেখেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ‍জানাই।

যাহোক দিনশেষে অসহায় শীতার্ত মানুষদের মাঝে কিছু সংখ্যক মানুষকে আমাদের সামর্থ্য অনুযায়ী কষ্ট লাঘবে অবদান রাখতে পেরে আমরা সত্যি আনন্দিত।
এরকম প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অসহায় মানুষের মুখে হাসি ফুটুক এ কামনা করি।

পরিশেষে তিনি আরও বলেন , সকলকে মানব সেবায় ব্রত হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানাই।