মতলব দক্ষিণে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত

কবির হোসেন মিজি, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুরহাট-মতলব সড়কের বড়দিয়া আড়ং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন জানান,মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মধ্যে মুখোমুখী সংঘর্ষে পথচারী, গাড়ির চালক ও যাত্রীসহ ৪জন নিহত হয়েছে। বড়দিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি স্কুটারের যাত্রী চাঁদপুর পুরান বাজার পশ্চিম শ্রীরামদীএলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮), চাঁদপুর শহরের বকুলতলা এলাকার আজিম উদ্দিনের কন্যা নুপুর আক্তার (১৮), সিএনজি স্কুটার চালক ও পথচারী ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চালক ও বৃদ্ধার ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

এতে গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী। আহতরা হলেন, জান্নাত আক্তার পপি এবং অপর যাত্রীর নাম জানা যায়নি।

নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, তারা কয়েকজন সংস্কৃতিকর্মী নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য করে থাকেন। ঘটনার দিন বিকেলে তারা কয়েকজন মিলে মতলব দক্ষিণ উপজেলার বদ্দি আড়ং এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য সিএনজি স্কুটারে করে চাঁদপুর থেকে মতলবের উদ্দেশ্যে রওনা দেন।

এসময় তাদের বহনকৃত সিএনজি স্কুটারটি চাঁদপুর মতলব সড়কের কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আঘাতে সিএনজি স্কুটারটি দুমড়ে মুছড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই সিএনজি স্কুটার চালক নিহত হয়েছেন।

বাকিদেরকে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মোহাম্মদ মিজানুর রহমান হানিফ বেপারী এবং অজ্ঞাত বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। তাদের সাথে থাকা গুরুতর আহত জান্নাত আক্তার পপি ও নুপুর আক্তারকে হাসপাতালের চতুর্থ তলায় ভর্তি দিলে তার কিছুক্ষণ পরেই নুপুরের মৃত্যু হয়।

নিহতের সহকর্মী রুবেল জানান, মতলব বড়দী আড়ং এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই অনুষ্ঠানে যোগ দিতে তারা কয়েকজন স্কুটারে করে মতলব আসার পথে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেয়। এ সময় দুর্ঘটনায় ঘটনা স্থলেই সিএনজি স্কুটারের চালক মারা যায় এবং স্কুটারটি ছিটকে গিয়ে এক পথচারী বৃদ্ধার উপর পড়লে তিনিও মারা যান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এর দায়িত্বে থাকা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের হাসপাতালে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হলে আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে হানিফ বেপারী এবং অজ্ঞাত বৃদ্ধা এ দু,জনকে মৃত দেখতে পাই। বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি দিলে ৭ টা ৫ মিনিটে নুপুর নামে আরেকজন রোগীর মৃত্যু হয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ মিয়া প্রিয় সময়কে জানান, আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা হাসপাতালে থেকে ৩ জন লাশের সন্ধ্যান পেয়েছি। ঘটনাস্থলে সিএনজি স্কুটার চালক নিহতেরর খবর পাওয়া গেছে।