শ্রীবরদীতে ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত

মো. জাকারিয়া খান জাহিদ, স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৬নং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ই ফেব্রুয়ারি (রবিবার) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান খান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ.ডি.এম শহিদুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্রীবরদী, শেরপুর।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নিলুফা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী, শেরপুর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী লাল মিয়া, মেয়র শ্রীবরদী পৌরসভা, বিপ্লব কুমার বিশ্বাস, অফিসার ইনচার্জ, শ্রীবরদী থানা, বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল্লাহ সালেহ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদুজ্জামান খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার বিশ্বাস।

তিনি তার বক্তব্যে মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন। এর সাথে ইউনিয়নের সকল জনগণকে নবনির্বাচিত প্রতিনিধিদের সাহায্য করার আহবান জানান তিনি। এছাড়াও অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে নবনির্বাচিত সকল প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।