ভ্রান্ত স্বাধীনতা : মেহাদি জসিম উদ্দিন

রক্তের সাথে জীবন দিলাম,
তার বিনিময়ে একি পেলাম?
নাইযে যে কোথাও সুষ্ঠু শাসন,
দেয় যে সবাই ভ্রান্ত ভাষণ।

কোথায় গেলো সমাজতন্ত্র,
নেই যে তার আদ্যোপান্ত।
বিশ্ব আজ মিথ্যের নাম,
স্বাধীনতার দিলো না দাম।

রক্তে আজ কপাল ছুলো,
স্বাধীনতা কি ভ্রান্ত ছিল?
বীরের দেশে এ কোন ভয়?
বিষের ছুড়ি বিশ্বময়।

নেই যে কোন মমতার ছায়া,
সকল তরে মিথ্যের মায়া।
জাতিভেদ আজ উপচে পড়ে,
বাংলার বুক ঝাঝড়া করে।

শাসকেরা আজ ঘরের কোণে,
আদেশ চালায় মন্দ মনে।
কোথায় আজ সব সোনার ছেলে?
বিপদ রুখবে রক্ত দিয়ে।

মানচিত্র আজ শুধুই মায়া,
মরীচিকায় ঢাকা শ্যামল ছায়া।
কেন আজ তবে স্বাধীন হলো,
রক্তের সাথে জীবন গেলো।

ধর্মের উপর সহিংসতা,
কুলঠাসা আজ বাংলার দশা।
চাইনে আমি থাকতে দেশে,
শত্রুরা যেখানে রাজার বেশে।

বিজয়ে আর ফুটে না ফুল,
কি যেনো হয় আজ দেশের কুল।
দাসী হয়ে আজ ঘরের কোণে,
স্বাধীনতার কান্না তাই বাজে মনে।