আমরা মানুষ! ক্ষুদীরাম দাস

আমরা মানুষ
আমাদের আছে হুঁশ
আমরা মানুষ উত্তরাধীকার সূত্রে পাওয়া নাম
আছে বোধ, আছে ব্যাপ্তি,
আছে দুর্বলতা, আছে শক্তি,

আছে জন্ম, আছে মৃত্যু
আছে বিশ^াস, আছে কর্ম
আছে ধর্ম, আছে মর্ম
আছে শূন্য, আছে পূর্ণ
আছে সত্য, আছে মিথ্যা
আছে সুখ, আছে ব্যথা
আছে সাহস, আছে ভয়
আছে বৃদ্ধি, আছে ক্ষয়।

আমরা মানুষ
এই তো জীবন
‘অতি কষ্টে আমরা মানুষ’ সবলোকে কয়
মরতো একদিন, বাকি তো আছে আরেকটু সময়।

আমার মন আছে, তাই আমার দুঃখ হয়,
আমি কি কারো জন্যে ভাবি?
নাহ মনে হয়!


আমাদের মাথা আছে ,ব্যাথাও আছে,
আমরা দূরে থাকি, আবার কাছে
এড়িয়ে চলি,
মুখে আবার মিথ্যাও বলি
আমরা দেখিতে পাই না
কারণ, আমাদের চোখ নেই
আমাদের হৃদয় নিঠুর, তাই দুঃখ নেই

আমাদের বিবেক অবশ
আমরা মানুষ
আমাদের নেই হুঁশ
হৃদয়ের চোখ নেই, কান্নাও নেই
তবুও নাকি আমরা মানুষ।