শীতাতপ নিয়ন্ত্রিত কবিতা : যুবক অনার্য

শীতাতপ নিয়ন্ত্রিত কবিতার কথা নয়,
যদি জীবনের কথা বলি – জীবন
হতে হবে ইটের ভাটায় পুড়ে যাওয়া ছাই
বেশ্যার সাবেক দালাল

খরায় চৌচির মাটি
নগ্ন নষ্ট এক যোনির লোবান
নির্বাসিত দান্তের দর্শন
পেরেকবিদ্ধ কবিতা -লোরকার
হিজল তালতমালের মেঠো পথ
ভেজা স্মৃতি

পোড়া মাংসের গন্ধ বুকের ভিতর
বিদগ্ধ তৃষ্ণায় সমুদ্রের লোনা জল
যুদ্ধাহত মুক্তিযোদ্ধার নাম
মুছে ফেলবে রাষ্ট্রের কুচক্রী মহল-
সব শালা বাঞ্চোত!

শীতাতপ নিয়ন্ত্রিত কবিতার কথা নয়,
যদি জীবনের কথা বলি -জীবন
হতে হবে বেপরোয়া – যেরকম
লাল রঙ কাপড় দেখলে হয়ে যায়
ষাঁড়ের বিভ্রান্ত চোখ;
হতে হবে আধপেটা গলা ধাক্কা
হবে খেতে সামান্য কেরানির কাছে
ফুলকে অস্ত্র আর অস্ত্রকে
বানিয়ে ফেলতে হবে ফুল,
রমণীর নয়, ফুলকে রেখে দিতে হবে
গাছের খোঁপায়।

গাছ কেটে যখন নির্মিত হয়
উপাদেয় মাংসের রেস্তরাঁ
প্রচন্ড চিৎকারে উড়িয়ে দিতে হবে
ট্রাক ভর্তি ইটের শাসন।

শীতাতপ নিয়ন্ত্রিত নয়,
কবিতা হতে হবে
জীবনের মতো নির্মম
জীবন হতে হবে কবিতার মতো
জেল ভেঙে পালিয়ে যাওয়া
সিরিয়াল মার্ডারার,
বুকের মধ্যে আগুন – দৈনিকের
লাল শিরোনামের মতো
মিছিলে বুলেটবিদ্ধ
রক্তাক্ত তাজা লাশ!

শীতাতপ নিয়ন্ত্রিত কবিতা বস্তুত
রাষ্ট্রযন্ত্রের গৃহপালিত ময়না -টিয়ার
মুখস্ত জারজ।