নিষিদ্ধ আনন্দ : ক্ষুদীরাম দাস

রাত গভীর
আনন্দ জানে মনের গহীনে
লুকানো পাপ কর্ম
খেলায় মত্ত রাত জাগিয়া,

কলুষিত সময়গুলো
নিত্য করে খেলা
পাপীর সনে অনুক্ষণ
পাপের শিকলে জড়াইয়া।

হৃদয়ের গভীরে
অসৎ আনন্দের তীব্রতা কমে না
শৃঙ্খলে বন্দী জীবন
আলোর তেজোদীপ্ত নাহি খুঁজে পায়,

বাঁচিবার আশা তীব্র তাহার
আলোর দীপ্ত শিখার তীব্র কামনা
নিষিদ্ধ আনন্দ পাপে নিমজ্জিত
তখনই জীবন নিরূপায়।