মনপুরা ৪০ কেজি ওজনের কচ্ছপ নদীতে অবমুক্ত

রাকিবুল হাসান, মনপুরা সংবাদদাতা ::
ভোলার মনপুরা উপজেলা বিরল প্রজাতির কাছিম (কচ্ছপ) উদ্ধার করেছে পঁচা কোড়ালিয়া বন বিভাগ।বৃগস্পতিবার (৯ মার্চ) পঁচা কোড়ালিয়া মাছ ঘাট এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

স্থায়ীরা জানান,৯ মার্চ বিকাল ৩টায় পঁচা কোড়ালিয়া সংলগ্ন চরপাতালি বাগানে আটকা পরে আছে একটি কাচ্ছিম।স্থানীরা দক্ষিন সাকুচিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহরলাল চক্রর্বতী কে জানালে,সে বন বিভাগ কে খবর দিলে। পঁচা কোড়ালিয়া বন বিভাগ খবর পেয়ে কচ্ছপটি বাগান থেকে উদ্ধার করে।

উদ্ধারকৃত কাচ্ছিম(কচ্ছপ) ১০ মার্চ দুপুর ১২ টায় দখিনা হাওয়া সী বিচ সংল্গন মেঘনা নদীকে অবমুক্ত করেন।

মেঘনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন,দক্ষিন সাকুচিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু মোহরলাল চক্রবতী,বিট কর্মকর্তা আব্বাস উদ্দিন ,বনপ্রহরী শাহাদাত,কামাল সহ আরো অনেকে।


এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা জানান,পঁচা কোড়ালিয়া সংরক্ষিত বনে নদী থেকে আশা একটি ৪০ কেজি ওজনের কাচ্ছিম(কচ্ছপ) আটকা পরেন।পরে খবর পেয়ে কচ্ছপটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী আফিসারে সাথে কথা বলে নদীতে অবমুক্ত করি।