পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু এর ১০২তম জন্মদিন উদযাপন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

১৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রেলপথ মন্ত্রী এড. মো. নূরুল ইসলাম সুজন এমপি।

এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, পুলিশ সুপার মো. ইউসুফ আলী জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপরে একে একে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এর নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করা হয়।