পঞ্চগড়ের বোদায় ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা উপজেলায় চার প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) বোদা বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এ অভিযান পরিচালনা করেন।

পরেশ চন্দ্র বর্মন জানান, জাফর ষ্টোরকে তেলের মূল্য সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি রাখার দায়ে ৮ হাজার টাকা, মাহবুব ষ্টোর ও হীরন ষ্টোরকে আমদানিকারকের সীল ছাড়াই অবৈধ প্রক্রিয়ায় বিদেশী পণ্য বিক্রয় করায় দায়ে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা।

এছাড়া এ.এফ.সি নামে ফাস্ট ফুড এন্ড চাইনিজকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে সতর্কতা হিসেবে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। একই সাথে সকলকে সতর্ক করা হয়।

জানা য়ায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসনের নির্দেশনায় বাজার গুলোতে তদারকিমূলক অভিযান চালানো রয়েছে।