জীবন যেরকম

যুবক অনার্য :

জীবন এরকম নয়। জীবন এরকম –
একদিন ঘরে ফিরে দেখবো- তুমি নেই! দেখবো – কারো ইশারায় খুন হ’য়ে
হাত ধরে গন্তব্যের ওপারে গেছো চলে,
গেছো দূরত্ব ডিঙিয়ে আরও বহুদুরে
দেখবো – লিখে গেছো –
‘আমাকে ক্ষমা কোরো,
তিথিকে নিয়ে থেকো সুখে’;
পৃষ্ঠার ডান দিকে
হৃদয়ের মতো একটি চিহ্ন- লাল-
যেনো এক হাহাকার সমগ্র চিঠি জুড়ে
জীবন এরকম -চিরদিন বাঘ
হরিণকেই যাবে খেয়ে
চিরদিন শুধু নারীরাই ধর্ষিতা হবে
আর পুরুষ সেঞ্চুরি ক’রে
করবে উল্লাস বিশ্ববিদ্যালয়ের
ময়দানে ঝড় তুলে
আর মাননীয় তিনি যিনি ভিসি,
চোরের মতন থাকবে লুকিয়ে
টয়লেট ঘরে!
জীবন এরকম – ‘মা,আমি খুব শীঘ্রই
আসবো ফিরে ‘ বোলে ফাহাদ আবরার
আর আসবে না ফিরে।
জীবন এরকম -একদিন
ঘুম ভেঙে এলে,দেখবো-
আমার এই রাষ্ট্র চুরি হয়ে গেছে আর আমি বেঁচে আছি কৃতদাস হয়ে!
জীবন এরকম,জীবনের গল্পগুলি
বেজে চলে চিরদিন অসুরের সুরে!