মানুষের কবিতা

যুবক অনার্য :

মানুষেরা অনেক রকম
লাল নীল কালো বাদামী
বেনিআসহকলা
কিন্তু মানুষেরা বস্তুত এক রকম
সকল প্রকার মানুষই
মুখ দিয়ে আহার ক’রে
পায়ু পথে তা ত্যাগ করে দেয়।
যিনি বলবেন -আলাদা,
তাকে পায়ু পথে আহার আর
মুখ দিয়ে মল ত্যাগ করে দেখাতে বলো;
দেখবে- এক মানুষ অন্য মানুষের চেয়ে আলাদা কিছুতেই নয়।

মানুষের রঙ আলাদা হলেও
চোখ থেকে যে জল ঝরে
তার নাম অশ্রু
হৃদয়ে যে রক্তক্ষরণ
তার নাম ভালোবাসা
আর যে পথে মানুষজন্মের
শাশ্বত ইতিহাস
তার নাম যোনি-
এক মানুষ অন্য মানুষের চেয়ে
আলাদা কিছুতেই নয়।