চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দেওয়ায় বাদিকে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি

মো.মজিবুর রহমান রনি :

চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দেওয়ায় অভিযোগকারীকে চাঁদাবাজি মামলা দেওয়ার হুমকি দিলেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

গত ১০ এপ্রিল হাজীগঞ্জ বাজারের বসুন্ধরা সয়াবিন তেলের ডিলার ভুইঁয়া এন্টারপ্রাইজ থেকে সয়াবিন তেল কিনতে গেলে এক ক্রেতার কাছে থেকে সরকারের বেধে দেওয়া নির্ধারিত মূল্যের চাইতে বেশী মূল্য রাখলে ক্রেতা মজিব হোসেন বাদি হয়ে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর ভুইঁয়া এন্টারপ্রাইজের মালিক করিম ভুইঁয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন,উক্ত অভিযোগের ভিত্তিতে ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় উভয় পক্ষকে ডেকে পাঠায় সহকারী পরিচালক নুর হোসেন এবং বিবাদী করিম হোসেনের সাথে আলাদাভাবে কথা বলে নুর হোসেন এবং তারপর পরই বাদির কোন কথা না শুনে বাদীকে চাপ প্রয়োগ এবং ভয় দেখাতে থাকেন অভিযোগ প্রত্যাহার করতে, এমন কি অভিযোগ প্রতাহার না করলে বাদীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ডুকে দিতে বলেন বিবাদীকে এবং পুলিশ ডেকে এনে বাদিকে জেলে দেওয়ার ভয় দেখিয়ে কাগজে সাইন রেখে দেন এবং বলেন এ ব্যাপারে আরো বাড়াবাড়ি করলে তুমি জেলে যাবে।

এ বিষয়ে সহকারী পরিচালক নুর হোসেনকে ফোন দিলে তিনি বলেন আপনি পত্রিকায় লিখবেন লিখেন আমার কিছু যায় আসেনা আমি এ ব্যাপারে কিছু বলবোনা আপনার কোন কিছু জানার থাকলে অফিসে এসে জেনে নেন।