হাজীগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবৈধ ড্রেজার

মো.মজিবুর রহমান রনি :

চাঁদপুরের হাজীগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন।

২৬ এপ্রিল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় হাজীগঞ্জের ১১ নং পশ্চিম হাটিলা ইউনিয়নের নোয়াপাড়া কৃষি মাঠের মাঝখানে থেকে সরকার কতৃক নিষিদ্ধ ড্রেজার দ্ধারা অবৈধভাবে বালু উত্তোলন করেন স্থানীয় মামুন নামে এক ব্যাক্তি। যাকে ক্ষতি হচ্ছে কৃষি জমি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক জানান এইভাবে অবৈধ বালু উত্তোলনের কারনে আমরা কৃষকরা হারাচ্ছি কৃষি উর্বর মাটি যার কারণে দিন দিন আমাদের ফসল উৎপাদন কমে আসছে। এবং ফসলী জমির উপর দিয়ে পাইপ আনার কারনে পাইপ থেকে গামিয়ে পানি পড়ার কারনেও ক্ষতি গ্রস্থ হচ্ছি আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের গাল মন্দ করে তাই ইজ্জতের ভয়ে কিছু বলিনা।

এদিকে সাংবাদিকরা ড্রেজারের ছবি তুলতে গেলে কামরুল নামের এক ভাড়াটিয়া মাস্তান দিয়ে সাংবাদিকদের গাল মন্দ করে। বিষয়টি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামকে জানালে তিমি বলে আমি এই বিষয়ে এ্যাসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছি তিনি আইনগত ব্যাবস্থা নিবেন।