মনপুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রাকিবুল হাছান, মনপুরা প্রতিনিধি ::

আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় মনপুরা উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সারও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭এপ্রিল) সকাল ১১ টায় মনপুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে উপজেলা ৩০ জন কৃষকদের মাঝে বীজ ও রসায়নি সার তুলে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞার সভাপতিত্বে ও কৃষি অফিসার আবুল হাসনাত এর সঞ্চালনায় মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন।

এ সময় প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী বীজ,৩০ কেজি করে রসায়নিক সার প্রদান করা হয়। কৃষি বিভাগ জানায় ২০২২-২৩ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় উপজেলা সর্বমোট পাঁচ শত জন কৃষক এই বীজ ও সার পাবে।