পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছর পর উম্মুক্ত হলো বাদুরতলী খাল

কুয়াকাটা প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ১১ বছর পর ‘বাদুরতলী খাল’ উন্মুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন। প্রভাবশালীদের দখলে থাকা খালটির পানির প্রবাহ সচল করার মধ্যদিয়ে জনসাধারণের জন্য বাধঁ কেটে উম্মুক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শত শত কৃষক স্বেচ্ছাশ্রমে বাঁধ কেটে এ খালটি সচল করেন। এর আগে গতকাল বুধবার খাল উন্মুক্তের দাবিতে উপজেলা পরিষদরে সামনে মানববন্ধন করেন শত শত কৃষক।  কৃষকদের দাবীর মুখে ২৪ ঘন্টার মধ্যে খালটির বাধঁ কেটে দিয়ে পানি প্রবাহ সচল করার নির্দেশ দেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। খাল উন্মুক্তের সময় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন মোল্লা ও সদর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কাইয়ুমসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। কলাপাড়া থানা পুলিশের সহযোগিতায় খালটির বাধঁ কেটে অবমুক্ত করে দেওয়ায় স্থানীয়রা খুবই খুশি। টিয়াখালীর ইউনিয়নের ওই খালটি ১১ বছর ধরে স্থানীয় কতিপয় প্রভাবশালী মাছ চাষ করে আসছিলো।

টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা বলেন, দীর্ঘ বছর খালটি প্রভাবশালীদের দখলে ছিল। কৃষকদের দাবীর মুখে জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন খালটি অবমুক্ত করায় জনগনের মাঝে প্রান চাঞ্চল্যতা ফিরে এসেছে। ঈদের আগেই উপকার ভোগীদের মাঝে যেন ঈদের আনন্দ বিরাজ করছে।

টিয়াখালী ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কাইয়ূম হোসেন জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে বাতুরতলী খালটি উম্মুক্ত করা হয়েছে।