কুমিল্লায় অগ্নিদগ্ধ গৃহবধূ সাদিয়া না ফেরার দেশে

কুমিল্লা সংবাদদাতা আপডেট: ১২:০৬, ৩০ এপ্রিল ২০২২

কুমিল্লার দেবিদ্বারে যৌতুকের দাবিতে স্বামীর দেওয়া আগুনে অগ্নিদগ্ধ গৃহবধূ সাদিয়া মারা গেছেন।

শনিবার (৩০ এপ্রিল) ভোর পৌনে ৫ টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া মারা যান। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এদিকে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত স্বামীর যথোপযুক্ত বিচার চেয়েছে সাদিয়ার স্বজনেরা।

তাদের অভিযোগ, গত শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা সদরের বানিয়াপাড়ার ভাড়া বাসায় সাদিয়াকে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে স্বামী।

এ ঘটনায় বুধবার (২৭ এপ্রিল) সাদিয়ার বাবা মো. ফরিদুল আলম অপুল সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। ঐদিন রাতেই সাদিয়ার স্বামী আসাদ সরকারকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

লাইফ সাপোর্টে থাকাকালে অগ্নিদগ্ধ সাদিয়া ভিডিও বার্তায় বলেন, আমার স্বামী আমাকে এর আগেও কয়েকবার বলেছে যে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করবে। গত পাঁচ মাস ধরে যৌতুকের জন্য আমাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। টাকা না দেওয়ায় আমার শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। আমি আগুন নেভানোর চেষ্টা করলেও আমাকে বাধা দেওয়া হয়।

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে আসামিকে বুধবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে৷