রসায়ন

যুবক অনার্য :

বৃষ্টি ঝরে
এর একটি রসায়ন আছে –
জল
ধূলো
বাস্পিভুত
মেঘ
সংঘর্ষ
এবং বৃষ্টি

কান্না
এরও আছে রসায়ন-
মৃত্যু
দুর্ঘটনা
সুখ
দুঃখ
হরমন নিঃসরন
অশ্রু
এবং কান্না

যুদ্ধ
আছে এরও রসায়ন-
লোভ
জিঘাংসা
ক্ষমতা
ঈর্ষা
বিকৃত মস্তিষ্ক
এবং যুদ্ধ

তুমি
আছে তোমারও রসায়ন
যেমন:
সুন্দরতা
কোমলতা
ব্যকুলতা
চঞ্চলতা
মাদকতা
সৌগন্ধ
ইত্যাদি

আমি
আমার রসায়ন শুধু একটি উচ্চারণ অনুভূতিময়:
জরি,আমি তোমাকে ভালোবাসি