বন্ধু আমার : মিসেস ইলি বাড়ৈ

আমি ভাল আছি,
ভাল থাকতেই ভাল আছি।
কাজল!
একসময় আমাদের মধ্যে নিয়মিত পত্রালাপে,
কতশত কথার ঝড় বয়ে যেত
ব্যস্ততার ভিড়ে এখন আর লেখা হয়ে ওঠে না।

ডাকপিওন এর ঘণ্টা আর বেজে ওঠে না।

বন্ধু!
তোর চিঠির আশায় বসে থেকে থেকে
আজ আমি ক্লান্ত। তবে কি!
আজও শুনি সেই সে ঘন্টার ধ্বনি।
বন্ধু আমার!
বর্ষার বৃষ্টির মত বৃদ্ধি পাওয়া নদীর গতির মতো
ব্যস্ততা দিন দিন আমাদের জীবনকে ঘিরে ফেলছে।
তোর, আমার, আমাদের সকলের।
-এ থেকে পালানোর কোন পথ নেই।
বন্ধু! কখনো ক্লান্ত বিকেল বা সকালে
একপশলা বৃষ্টির ফাঁকে,
সময় পেলে একখানি পত্র লিখিস।