দোহার পৌরসভার মেয়র ও কাউন্সিলদের শপথ বাক্য পাঠ

মাকসুমুল মুকিম, দোহার নবাবগঞ্জ (ঢাকা) :

ঢাকার দোহারের দোহার পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলর দের শপথ বাক্য পাঠ করানো হয়। ২৩ আগষ্ট ( মঙ্গলবার) সকালে বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান নব নির্বাচিত দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দীন, সহ ৯ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের ৩ জন কে শপথ বাক্য পাঠ করান।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম এর উপস্থিতিতে এ সময় ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর মুবিন, ২নং ওয়ার্ডে শওকত হোসেন, ৩নং ওয়ার্ডে আব্দুস সালাম শুকুর,৪নং ওয়ার্ডে পাপেল মাহমুদ নিজাম , ৫নং ওয়ার্ডে ওয়াসিম চোকদার, ৬নং ওয়ার্ডে মো. হুমায়ুন কবির , ৭নং ওয়ার্ডে উদয় হোসাইন, ৮নং ওয়ার্ডে জাফর ইকবাল জাহিদ বেপারী ও ৯নং ওয়ার্ডে মোহাম্মদ মোরাদ বেপারী সহ এছাড়া সংরক্ষিত মহিলা আসন ১ এ ইসরাত জাহান বনানী , সংরক্ষিত মহিলা আসন-২ এ স্মৃতি আক্তার ও সংরক্ষিত মহিলা আসন-৩ এ ফরিদা ইয়াছমিন শপথ বাক্য পাঠ করে দায়িত্ব ভার বুঝে নেন।

শপথ বাক্য পাঠ করা শেষে সকলে ধানমন্ডির বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি পরিদর্শন ও তার প্রতিকৃতিতে ফুলেল শুভেচছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হক বেপারী, দোহার পৌরসভা আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, দোহার উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সুজাহার বেপারী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য মোঃ জয়নাল আবেদীন সহ আরো অনেকে।