১২ নং চান্দ্রা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

সাইদ হোসেন অপু চৌধুরী :

সাংগঠনিক কার্যাক্রমকে সুসংগঠিত ও আরো গতিশীল করতে চাঁদপুর সদর উপজেলার ১১ নং চান্দ্রা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে নুরিয়া মাদরাসায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশ গ্রহনে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রোধ করতে পারবে না। বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সারা দেশে যুবলীগ আজ ঐক্যবদ্ধ।

তিনি আরো বলেন, আমরা যারা যুবলীগ করি তারা সকলেই জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। চাঁদপুর সদর উপজেলা যুবলীগ তাদের কার্যক্রমের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যে কাজ করছে। নিজেদের মধ্যে ভুল-ভ্রান্তি থাকতে পারে। এ ভুল ভ্রান্তিগুলো যদি আমরা নিজেদের মধ্যে সমাধান করে কাজ করি। তাহলে সদর যুবলীগ হবে চাঁদপুরের রাজনীতি অঙ্গনের মডেল।’তিনি শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো আন্দোলন-সংগ্রামে যুবলীগের নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল হাসান সামনু, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মিয়াজী।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, চান্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবু, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ বি এম রেজওয়ান, বর্তমান সভাপতি সাদ্দাম খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন মিয়াজী, ইউনিয়ন যুবলীগের সদস্য মমিন খান, জাহিদ হাসান টিটু, চান্দ্রা ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক জাফর খান, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিজান গাজী, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস খান, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহ আলম খান, ৮ নং ওয়ার্ড সভাপতি বাহার গাজী, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাসুদ উল্লাহ বেপারী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সদর যুবলীগের সদস্য মোঃ আবুল হাসানাত নয়ন গাজী, জাহাঙ্গীর কবির কিশোর, সেলিম মাল, ইউনিয়ন যুবলীগের আহ্বায় কমিটির সদস্য রাসেল পাটওয়ারী, ইসমাইল হোসেন, বদিউজ্জামান কালাচাঁন, আমির হোসেন, আল আমিন, মিলন খান, জহির মিজি।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ মোহাম্মদ আলমগীর, পরিচালনা করেন যুগ্ন আহ্বায়ক ফাইমুল ইসলাম শশী।